শুক্রবার , ১৫ই নভেম্বর, ২০২৪ , ৩০শে কার্তিক, ১৪৩১ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরের তিন কেন্দ্রে এক ঘণ্টায় ১০০ ভোট

গাজীপুরের তিন কেন্দ্রে এক ঘণ্টায় ১০০ ভোট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরে চার উপজেলায় ভোটগ্রহণ চলছে।

রোববার সকাল ৮টা থেকে ভোট শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম।

ভোটারদের উপস্থিতি এতটাই কম যে শ্রীপুর উপজেলার তিনটি কেন্দ্রে এক ঘণ্টায় মাত্র ১০০ ভোট কাস্ট হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীপুর উপজেলা নির্বাচনে প্রহলাদপুর ইউনিয়নে সকাল ৮টা থকে ৯টা পর্যন্ত তিনটি কেন্দ্র ৬ হাজার ১৫১ ভোটারের মধ্যে মাত্র ১০০ ভোট কাস্ট হয়েছে।

সকাল সাড়ে ৮টায় মারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ওই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৫৬০ জন। এ কেন্দ্রে আধাঘণ্টায় ভোট পড়েছে দুটি।

নানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৫৯৩ ভোটারের মধ্যে পৌনে এক ঘণ্টায় ভোট পড়েছে ৭৩টি।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নূরুল ইসলাম জানান, পৌনে এক ঘণ্টায় মাত্র একজন নারী ভোট দিয়েছেন।

এ ছাড়া প্রহলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় গিয়ে দেখা গেছে, এক ঘণ্টায় এ কেন্দ্রে ভোট পড়েছে ২৫টি। এই কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৯৯৮টি।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আ. মান্নান জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়তে পারে।