শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুর রাজেন্দ্রপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সন্ধান মেলেনি ১৪ দিনেও

গাজীপুর রাজেন্দ্রপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সন্ধান মেলেনি ১৪ দিনেও

শেয়ার করুন

এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র রিপোর্টার ॥
গাজীপুরঃ গত ৮ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর মহানগর সদর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল ন্যাশনাল পার্ক ২নং গেট সংলগ্ন এইচএস সিএনজি পাম্পের পূর্ব পাশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নামা পুরুষ লোক নিহত হয়েছে।
খবর পেয়ে জিএমপি সদর থানার এসআই মোঃ লিয়াকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উক্ত স্থান থেকে অজ্ঞাত নামা পুরুষের মৃত দেহ ি ছন্ন ভিন্ন অবস্থায় পরে থাকতে দেখে। ওই অজ্ঞাতনামা লাশের পরিচয় জানতে লোকজনকে জিজ্ঞাসাবাদ করে মৃত দেহটি সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হওয়ায় কেহ তা সনাক্ত করতে পারেনি। ওই সময় এসআই লিয়াকত হোসেন ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীদের মোকাবিলায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তাৎক্ষণিক লাশের ছবি উত্তোলন দুই হাতের ১০ আঙ্গুলের ছাপ সংগ্রহপূর্বক লাশ ছিন্ন ভিন্ন থাকায় বয়স নির্ধারণ করতে পারেনি। তবে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির ফরেনসিক রিপোর্ট এর জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে গত ১৬ মার্চ গাজীপুর মেট্রোপলিটন সদর থানার মামলা {নং ৩১(৩)২০১৯} ধারায় ২৭৮/৩০৪(খ) পেনাল কোডে রুজু করা হয়েছে।
এ বিষয়ে এ লাশটি সনাক্তের জন্য জিএমপি সদর থানা মোবাইল-০১৭৬৯৬৯৫৫৭৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।