রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > সীতাকুন্ডে ফের গাড়িতে আগুন, যান চলাচল বন্ধ

সীতাকুন্ডে ফের গাড়িতে আগুন, যান চলাচল বন্ধ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, সীতাকুন্ড (চট্টগ্রাম) ॥ রাত পোহাতেই সীতাকুন্ড পৌরসদরে আবারও দুই গাড়িতে আগুন দিয়েছে জামায়াত শিবির। এর আগে রোববার রাতেই ১২টি গাড়িতে আগুন দিয়েছে। জামায়াতের বাড়বকুন্ড ইউনিয়নের জামায়াতের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে এ ধ্বংসাত্মক কর্মকান্ড করছে। এর আগের দিন রাতে পুলিশের সঙ্গে ১৮ দলের সংঘর্ষের ঘটনায় রোববার সারাদিন যানজট ছিল মহাসড়কে। রোববার রাতে এ ঘটনার পর আজ সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে। টানা যানজটে স্থবির হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পুলিশ অনেক চেষ্টা করেও সচল করতে পারছে না মহাসড়ক। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে শতশত গাড়ির হাজার হাজার যাত্রীকে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত দুই দিন ধরে যানজট নগরীর সিটি গেইট থেকে বড় দারোগাহাট পর্যন্ত ৪৮ কি.মি. ছাড়িয়ে যায়। যানজটে ভেঙ্গে পড়েছে দেশের যোগাযোগ ব্যবস্থা। যানজটে আটকা পড়েছে হাজার হাজার যাত্রী। ভোগান্তি পোহাতে হচ্ছে রোগিদেরকে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নৈরাজ্য অব্যাহত রয়েছে। আজ সকালেও দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, গাড়ি একদিক সচল করলে অন্য দিকে জট লেগে যায়। আবার মাঝে মধ্যে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে জামায়াত শিবির। ফলে স্বাচ্ছন্দে গাড়ি চালাতে পারছেনা ড্রাইবাররা।
বাড়বকু-ে বাসিন্দা আবদুল্লাহ আল ফারুক বলেন, সড়কে গাড়ির জটের এমন অবস্থা যে মোটর সাইকেল চালিয়ে যাবার জন্য এতটুকু জায়গা নেই।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন বলেন, পুলিশ রাত দিন টানা পরিশ্রম করেও চোরাগুপ্তা হামলার কারণে যানচলাচল স্বাভাবিক করতে পারছেনা।