শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > আজমত-মান্নান গ্রুপে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

আজমত-মান্নান গ্রুপে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ১৮ দলীয় জোট প্রার্থী অধ্যাপক এম এ মান্নান ও ১৪ দলীয় প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খানের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ। বর্তমানে ওই এলাকায় কিছ্টুা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার সকাল আটটায় শান্তিপূর্ণভাবে ভোট শুরুর আড়াই ঘণ্টার মাথায় গাজীপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এই হাতাহাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক এম এ মান্নানের পক্ষে বিএনপির স্থানীয় নেতা আশরাফ হোসেনের সঙ্গে ছাত্রদলকর্মীরা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে আসে। এ সময় তারা সেখানে অবস্থানরত ছাত্রলীগ কর্মীদের মুখোমুখি হয়।
শুরু হয় বাক-বিতণ্ডা। এরই এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা।
ভোট কেন্দ্রের মূল ফটকে এমন ঘটনা ঘটায় নারী ভোটারদের নিরাপদ দূরত্বে অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরে ফের নারী ভোটারদের ভোট গ্রহণ শুরু হয়।
এদিকে পুলিশের লাঠিচার্জের ঘটনায় উভয় পক্ষের কয়েকজন কর্মী আহত হয়েছে বলে দাবি উঠেছে। একইসঙ্গে উভয় পক্ষই পক্ষপাতের অভিযোগ তুলেছে পুলিশের বিরুদ্ধে।
অভিযোগের প্রেক্ষিতে ভোট কেন্দ্রে কর্তব্যরত পুলিশ জানায়, ছাত্রলীগ ও ছাত্রদলকর্মীরা সংঘর্ষে জাড়িয়ে পড়লে আমারা তাদের সরিয়ে দেই। এখানে লাঠিচার্জ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।