শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরের আওলাদ চারটি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় আত্মগোপন

গাজীপুরের আওলাদ চারটি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় আত্মগোপন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরের পূবাইল এলাকার হারবাইদ গ্রামের আওলাদ হোসেন চারটি মামলার গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপন করেন বলে জানা যায়। আওলাদ হোসেন ওই গ্রামের আলহাজ্ব তমিজ উদ্দিনের পুত্র।
জানা যায়, বর্তমান আওয়ামী লীগ সরকার একটানা তৃতীয় বারের মতো সরকার গঠন করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলাম বাংলাদেশ সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলনে মাঠে নামে। এক পর্যায়ে জালাও পুড়াও আন্দোলনে রূপ নেয়। সরকারও আন্দোলন ঠেকাতে কঠোর হন। এক পর্যায়ে বিভিন্ন মামলায় জড়িয়ে নেতাকর্মীদের গ্রেফতার, রিমান্ড ও জেল-ঝুলুম শুরু হয়। এর ধারাবাহিকতায় মোঃ আওলাদ হোসেনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় দুটি মামলা রুজু হয়। মামলা দু’টি হলো: ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দু’টি মামলা নং {১০(১২)১৩} ও {১৫(০১)১৬}। এছাড়াও মাদকদ্রব্য আইনের (সংশোধনী/২০০৪) এর ১৯(১) টেবিল ৯(ক) ধারায় মামলা নং {২৯(১২)১৬} এবং না:শি:নি: দমন আইনে মামলা নং {১৪(০২)১৭}এ চারটি মামলায় গ্রেফতার হয়ে জেল খেটে জামিনে মুক্ত হয়। বর্তমানে এসব মামলার ভয়ে দীর্ঘদিন যাবৎ আত্মগোপন থাকেন।
এ বিষয়ে আওলাদ হোসেনের আইনজীবী মোঃ আতাউর রহমান জানান, বর্তমানে আওলাদ হোসেন এসব মামলায় পলাতক থাকায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজে বেড়াচ্ছে।