শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > করপোরেট ক্রিকেট শুক্রবার থেকে

করপোরেট ক্রিকেট শুক্রবার থেকে

শেয়ার করুন

স্পোর্টস রিপোর্টার ॥ তিন ক্রিকেটারের প্রতিষ্ঠান থ্রি ক্রিকস-এর উদ্যোগে ফের শুরু হচ্ছে ইনডোর ক্রিকেট প্রতিযোগিতা। ইনডোর করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট নামের তিন দিনের এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। শুক্রবার থেকে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া এ প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ইসলামী ব্যাংক বাংলাদেশ। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার দেয়া হবে ৫ লাখ টাকা আর রানার্স আপ দলকে ২ লাখ টাকা। গতকাল এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান, খালেদ মাসুদ পাইলট ও সাবেক ওপেনার ও প্রসিদ্ধ ধারাভাষ্যকার আতহার আলী খান। এ সময় ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নজরুল ইসলামও উপস্থিত ছিলেন। খালেদ মাসুদ জানান, ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল কোয়ার্টার ফাইনালে খেলবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল হবে। বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ভারতীয় শিল্পী মোনালী ঠাকুরের ধামাকা কনসার্ট আয়োজন করা হয়েছে। পরদিন প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান।