কাপাসিয়া ( গাজীপুর ) থেকে :
গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাককে তাঁর কৃতিত্বের জন্য কৃষি তথ্য সার্ভিসের সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে ফার্মগেট খামারবাড়ি মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কারে ভূষিত করা হয়।
কৃষি তথ্য সার্ভিস, ঢাকা অঞ্চলে ১৪৩১ বঙ্গাব্দে কৃষি তথ্য ম্যাগাজিনের গ্রাহক বৃদ্ধিতে অবদান রাখায় কৃষিবিদ সুমন কুমার বসাককে এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে “কৃষি তথ্য বিস্তারে কল সেন্টার ও অ্যাপস এর ব্যবহার : সম্ভাবনা ও করণীয় শীর্ষক” এক সেমিনার অনুষ্ঠিত হয়। কৃষি কথার পরিচালক মোঃ মসীহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সম্মাননা প্রদান করেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন।
কৃষি তথ্য সার্ভিসের গৌরবময় পথ চলার অংশিদার কৃষিকথা। সুদীর্ঘকাল থেকেই মাসিক এ কৃষি ম্যাগাজিনটি কৃষক-কৃষাণী, সম্প্রসারণ কর্মী, বিজ্ঞানী, ছাত্র-ছাত্রীসহ আপামর কৃষিজীবীদের কৃষি তথ্য চাহিদা পূরণে সচেষ্ট আছে।
কৃষি কথার ১৪৩১ বঙ্গাব্দে ৫’শ ২৫ জন গ্রাহক সংগ্রহ এবং মাঠ পর্যায়ে কৃষি তথ্যসেবা পৌঁছে দেয়ার কাজে সহযোগিতা প্রশংসার দাবি রাখেন। সক্রিয় উদ্যোগের ফলে কৃষি তথ্য সেবা বিস্তৃত হচ্ছে, তথা কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম আরো গতিশীল হচ্ছে। অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এধরনের দায়িত্ব পালনের জন্য কাপাসিয়া উপজেলা কৃষি অফিসারকে বিশেষ ভাবে ধন্যবাদ জানানো হয়। কৃষি তথ্য সেবা প্রদানে কৃষিবিদ সুমন কুমার বসাকের সক্রিয় সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ প্রত্যাশা করেন।