রংপুর থেকে প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, রংপুর মহানগর শাখার আওতাধীন ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন এবং সদস্য সচিব আতিউর ইসলাম লেলিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত আংশিক কমিটিতে সুমন পাটোয়ারীকে আহ্বায়ক এবং মনির হোসেন মুনাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—ফারুক হোসেন, শাকিল হোসেন, মফিজুল্লাহ তুহার, তাইফুর রহমান তাইফ এবং রতন মিয়া।
কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে আগামী ১৫ দিনের মধ্যে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি মহানগর যুবদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
নেতৃত্ব গঠনের এই উদ্যোগকে সংগঠনটি দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণের অংশ হিসেবে দেখছে। আশা করা যাচ্ছে, এই নতুন কমিটির মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে যুবদলের কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল হবে।