নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

নেত্রকোনা প্রতিনিধি:
দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই- এই স্লোগানে নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন করা হয়।
আজ সোমবার(২৮ এপ্রিল) সকাল ১০ টায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নেত্রকোনা জেলা কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে একটি র ্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার জেলা জজ আদালতে সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী খান পাঠান, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সরদার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস,এম রাজিবুল হাসান, সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এমদাদুল হক সহ জেলার সকল আইনজীবীরা।
পরে জেলা জজ আদালত চত্বরে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ২০২৪ সালের মে মাস হতে গতকাল ২৭ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত জেলা লিগ্যাল এইড অফিস নেত্রকোনার মাধ্যমে জেলায় মোট ৫৯১ টি বিরোধ বিকল্প বিরোধ পদ্ধতিতে নিষ্পত্তি হয়েছে এর মাধ্যমে উপকার ভোগী হয়েছেন ১১০৫ জন এ সময়ের মধ্যে ৫৪৮ জনকে আইনি পরামর্শ সহায়তা করা হয়েছে এবং ২৬১ টি মামলা দায়ের ও পরিচালনা করার জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে বলে উল্লেখ করেন বক্তারা।
শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫