কাউখালীতে মহেন্দ্র পিকআপ- সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ নিজত ৫, আহত ২

রাঙ্গামাটি প্রতিনিধি :

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের কাউখালীর বেতবুনিয়া রাবার বাগান এলাকায় মহেন্দ্র পিকআপ- সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ২ জন। শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলার বেতবুনিয়া চৌধুরী পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেতবুনিয়ার চৌধুরী পাড়া এলাকায় রাঙ্গামাটিগামী সিএনজি নং চট্র মেট্রো থ ১১-৯১৭৩ ও রাঙ্গামাটি হতে চট্টগ্রাম গামী মাহেন্দ্র পিকআপ নং চট্ট মেট্রো ন ১১-৬৪৯২ এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন ও রাউজান হাসপাতালে নেয়ার আরো ২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। বাকীদের পরিচয় এখনো এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতরা হলেন, রাউজানের চৌধুরী পাড়া এলাকার সোহরাব হোসেনে ছেলে তোরাব আলী। কাউখালীর মনাইরটেক এলাকার আব্দুর রহিমের মেয়ে নুর নাহার ও হাটহাজারী সাত্তার ঘাট এলাকার মাহমুদের রহামান।
রাঙ্গামাটি গামী সিএনজি নং চট্র মেট্রো থ ১১-৯১৭৩ ও রাঙ্গামাটি হতে চট্টগ্রাম গামী মাহেন্দ্র পিকআপ নং চট্ট মেট্রো ন ১১-৬৪৯২ এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও মেডিকেল নেওয়ার পর ০২ জন মৃত্যু বরণ করেন এবং ১ জন গুরুতর আহত কে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
খবর পেয়ে সেনাবাহিনী, কাউখালী থানা, বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে।

শেয়ার করুন

Related News

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫