সাফিয়া আক্তার (৩২) পিতামৃত: আলাউদ্দিন সরকার, মাতা: মোসাঃ কারিমা খাতুন, গ্রাম: কালনী, থানা: জয়দেবপুর, জেলা: গাজীপুর নিখেঁাজ রয়েছে। এ বিষয়ে তার মাতা গাজীপুরের জয়দেবপুর থানায় একটি জিডি (নং— ৮৭, তারিখ: ২/১০/২০২৪ খ্রিস্টাব্দ) দায়ের করেন।

ডান পাশে সাফিয়া আক্তারের বড় বোন
সে গত ২৭ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ সকাল পৌনে ৯টায় তার গ্রামের বাড়ি এলাকা থেকে নিখেঁাজ হয়। এ পর্যন্ত সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। এখনও পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে সংশ্লিষ্ট থানা অথবা তার বাড়ির মোবাইল নাম্বারে (০১৭৫৩৬৪৮৫২৫) যোগাযোগ করার জন্য তার পরিবারের আকতি।