স্টাফ রিপোর্টার:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় গাজীপুরেও ডিপ্লোমা—ইন—ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী সার্ভেয়ার/ সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবীতে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হচ্ছে।
আজ মঙ্গলবার দিবসের প্রথমার্ধে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন, এলএ শাখার কর্মরত সার্ভেয়ার মোঃ আব্দুস সাত্তার, এসএ শাখায় কর্মরত মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আবুল কালাম আজাদ, টঙ্গী রাজস্ব সার্কেলে কর্মরত মোঃ রফিকুল ইসলাম, কাপাসিয়ায় কর্মরাত মোঃ ফারুক আহমেদ, শ্রীপুরে কর্মরত মোঃ মামুনুর রশিদ, কালিয়াকৈরে কর্মরত মোঃ সালাহ উদ্দিন, এলজিইডি’তে কর্মরত মোঃ আল—মেহেদী হাসান, গাজীপুর সড়ক ভবনে কর্মরত মোঃ সাজ্জাদ হোসেন, সেটেলম্যান্টে কর্মরত মোঃ ওমর ফারুক ও মোঃ অলিউল্লাহ।
বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র—পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ এর আহ্বায়নে এ ধর্মঘট ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ লাগাতার কর্মসূচি পালন করা হচ্ছে। আগামী ৩ অক্টোবরের মধ্যে তাদের দাবী বাস্তবায়ন করা না হলে আগামী ৬ অক্টোবর থেকে আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে আন্দোলনকারীরা জানান।