আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
দৈনিক বাংলাভূমি পত্রিকা কোন পক্ষপাতিত্বের সাংবাদিকতা করে না। কোন একক রাজনীতির সঙ্গে সম্পৃক্তও নয়, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দৈনিক বাংলাভূমি। বাংলাভূমির সকল প্রতিনিধিগণ সেই নীতি মেনেই সাংবাদিকতা করছেন। দৈনিক বাংলাভূমি’র ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গতকাল মঙ্গলবার পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার এসব কথা বলেন।
মঙ্গলবার দুপুরে বহুল প্রচারিত দৈনিক বাংলাভূমি’র বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহারের সভাপতিত্বে ও আকরাম হোসেন রিপনের সঞ্চলনায় বক্তব্য রাখেন গাজীপুর এনএসআই এর ফিল্ড অফিসার মোঃ মিজানুর রহমান, দৈনিক কণ্ঠবাণীর সম্পাদক ও প্রকাশক মোঃ জানে আলম, সাংবাদিক আবুল হোসেন চৌধুরী, আল আমিন দেওয়ান, মুছা খান রানা, হাজী কামাল চৌধুরী, এম আমজাদ খান, তারেক রহমান জাহাঙ্গীর, বেলাল হোসেন, মহসিন রানা সরকার, দেবাশীষ রায় প্রমুখ। আলোচনা শেষে এক বর্ণাঢ্য রালী গাজীপুর শহরের প্রধান সড়ক প্রদর্শন করে কার্যালয়ে ফিরে আসেন। দুপুরে এ উপলক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।