বাংলাভূমি অনলাইন ডেস্ক:
আসন্ন অ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ডের দলে চোটাঘাতের উপদ্রব চলছেই। চোটে আক্রান্ত অধিনায়ক বেন স্টোকস থেকে শুরু করে জেমস অ্যান্ডারসন। যদিও তারা হয়তো অ্যাশেজ খেলতে পারবেন। তবে ইনজুরিতে ছিটকে গেছেন পেসার জোফরা আর্চার এবং স্পিনার জ্যাক লিচ।
শেষ মুহূর্তে এসে লিচের ছিটকে যাওয়ায় শোনা যাচ্ছে সাবেক অল-রাউন্ডার মঈন আলীর নাম!
গামী ১৬ জুন এজবাস্টন টেস্ট দিয়ে শুরু হবে অ্যাশেজ। ব্রিটিশ গণমাধ্যম দাবি করেছে, মঈন আলীকে অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফেরার জন্য অনুরোধ করেছেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককালাম। এমন প্রস্তাব পেয়ে নাকি আবারো খেলায় ফেরার কথা বিবেচনা করছেন ২০২১ সালের সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেটকে বিদায় বলা ৩৫ বছর বয়সী মঈন।
চেন্নাই সুপার কিংসের হয়ে সদ্য আইপিএল শিরোপা জয় করা মঈন এখন কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ারের হয়ে খেলছেন।
ইসিবি চাইলে যেকোনো সময় তাকে ছেড়ে দেবে ওয়ারউইকশায়ার। তবে সিদ্ধান্তটা নিতে হবে মঈনকেই। ২০১৪ সালে অভিষিক্ত মঈন ৬৪ টেস্ট খেলে ২৮.২৯ গড়ে ২৯১৪ রান করেছেন। এছাড়া ঘূর্ণিবলে নিয়েছেন ১৯৫ উইকেট।
এ যাত্রায় মঈন কি রাজী হবেন?