মোশারফ সিকদার
স্টাফ রিপোর্টার
গাজীপুরঃ কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের র্যালি ও আলোচনা সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূরে আলম সিদ্দিকী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সারোয়ার আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি। নুরে আলম সিদ্দিকী বলেন গণমাধ্যমের অবশ্যই স্বাধীনতা লাগবে, তাই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে স্বাধীনভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানায় সাংবাদিকবৃন্দদের। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৩ই মে রোজ বুধবার কালিয়াকৈর উপজেলায় লতিফপুর কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়। অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।