স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নে আগামী ১৬ ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর মাঝে সোশ্যাল মিডিয়াতে নির্বাচন স্থগিতাদেশ এর নির্বাচন কমিশনের অফিসিয়াল লোগো ও সাক্ষর সম্বলিত একাধিক কাগজ ভাইরাল হতে দেখা গেছে।
বিষয়টি উপজেলা প্রশাসন এর দৃষ্টিগোচর হলে “উপজেলা প্রশাসন, গাজীপুর সদর উপজেলা” নামক অফিসিয়াল পেজ থেকে নির্বাহী কর্মকর্তার কর্তৃক বিষয়টি বিভ্রান্তিকর ও অপপ্রচার না চালানোর জন্য অনুরোধ করে একটি পোস্ট করা হয়।
পোস্টের হুবহু তুলে ধরা হলো:

“ভাওয়ালগড় ইউনিয়নের নির্বাচন স্থগিত সংক্রান্ত নির্বাচন কমিশনের সীলমোহর সম্বলিত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিগোচর হয়েছে।এইরকম কোন চিঠি নির্বাচন কমিশন কর্তৃক জারি হয়নি বলে জানা গেছে। সুতরাং এসংক্রান্ত কোন গুজব এবং তথাকথিত পত্র ফেসবুকে না ছড়ানোর অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে
উপজেলা নির্বাহী অফিসার
গাজীপুর সদর।”