ডেস্ক নিউজ:
গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সের প্রাক্তন শিক্ষার্থীদের গ্র্যান্ড রিইউনিয়ন (মহা মিলন মেলা) অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ডুয়েটের চত্বর। শত ব্যস্ততার মধ্যেও বহুদিন পর সহপাঠীদের দেখা পেয়ে উচ্ছসিত হন সাবেক শিক্ষার্থীরা। ৬০০ থেকে ৭০০ শিক্ষার্থীদের উপস্থিতিতে সকালে আনন্দ র্যালির মধ্য দিয়ে শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয় অনুষ্ঠানটি।
ইঞ্জিনিয়ার তুষার কে. পলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ, ডুয়েট ছাত্র কল্যাণের পরিচালক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।