শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ
কাপাসিয়া উপজেলার পাবুর ক্লাস্টারের জনপ্রিয় পাঁচ জন প্রধান শিক্ষকের অবসর উপলক্ষ্যে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১০ নভেম্বর, বৃহস্পতিবার সকালে কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করে পাবুর ক্লাস্টারের প্রধান শিক্ষকবৃন্দ। এ ক্লাস্টারের অধীনে ২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পাবুর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার জুবায়েদ আলম জুয়েল । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আনসার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার সোহরাব রোস্তম, মনির হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর শহীদুল ইসলাম।
বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন রাউৎকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস জিনু, ভুবনের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশনারা বেগম, ভাংগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম, ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র দাস ও আবুল কালাম।
আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা দিপু, পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলিমা আক্তার সুইটি, ভুবনের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাবউদ্দিন, পাবুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগম, হরিমন্জুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল কবির প্রমূখ। বিদায়ী পাঁচ প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ক্রেস্ট, কুরআন শরীফ, গীতা প্রদান সহ ফুলেল শুভেচছা জানানে হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
একজন শিক্ষকের কর্মজীবন শেষে এই সম্মানটুকু অনেক বড় পাওয়া এবং অনেক প্রত্যাশার। তাঁরা সারা জীবন শিক্ষার আলো,জ্ঞানের আলো ছড়িয়েছেন।