স্টাফ রিপোর্টারঃ
কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির গাজীপুর জেলা শাখার একটি অংশ অবৈধ পন্থায় নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি শেখ মোঃ আসাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম খানকে দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তার কর্মকান্ড বন্ধের জন্য গাজীপুরের জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক মোঃ মোমেন উদ্দিন।
গতকাল ৭ নভেম্বর সন্ধ্যায় শহরের মুন্সিপাড়া ডিজিটাল শিশু পার্কের হলরুমে সমিটির ১৭৫ সদস্যে উপস্থিতিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আহবায়ক মোঃ মোমেন উদ্দিন একটি লিখিত বক্তব্য পাঠ করে শোনান।
লিখিত বক্তব্যে জানান, ১৯৮৬ সালে জেলা কমিটি গঠন করার পর এ পর্যন্ত উক্ত কমিটি সুন্দর ভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু ২০২০ সাল থেকে কিছু সংখ্যক অসাংগঠনিক কর্মচারী নেতৃবৃন্দের কারণে সমিতিকে দুই ভাবে বিভক্ত করার প্রয়াস চালাচ্ছে।
একটি অংশ কেন্দ্রীয় কমিটির সাথে কোন রকম যোগাযোগ না করে তারা নিজেরাই একটি আহবায়ক কমিটি গঠন করে পরবর্তীতে গত ০৮/১০/২২ খ্রিস্টাব্দে জেলা কমিটি গঠন করেন। শুনা যাচ্ছে, সেই কমিটির অভিষেক আগামী শনিবার (১২/১১/২২)।
ইতোপূর্বে কেন্দ্রীয় কমিটি একাধিক বার জেলা আহŸায়ক কমিটি গঠন করে দিলেও সময় মতো পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হলে সর্বশেষ গত ২২/৯/২২ খ্রিস্টাব্দে আরেকটি সাত সদস্যে আহŸায়ক কমিটি গঠন করে দেন। যার আহŸায়ক মোঃ মোমেন উদ্দিন এবং সদস্যসচিব মোঃ কবীর হোসেন। এ আহŸায়ক কমিটি ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেয়। এরই মধ্যে পূর্বের বিলুপ্ত হওয়া আহŸায়ক কমিটির সদস্যসচিব কামাল হোসেনের নেতৃত্বে কেন্দ্রকে অবগত না করে নিজের ইচ্ছা মতো একটি আহŸায়ক কমিটি গঠন করে বর্তমান কমিটিটি ঘোষণা দেন। সেই কমিটির সভাপতি শেখ মোঃ আসাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম খান।
তিনি আরো বলেন, বাতিল হওয়া এক বছর সাত মাস আগের আহŸায়ক কমিটি কেন্দ্রকে না জানিয়ে কাউন্সিল ডাকে গত ৮/১০/২২ খ্রিস্টাব্দে। এ অবৈধ আহŸায়ক কমিটির আহবানে কাউন্সিল বন্ধ করার জন্য আমরা গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর একটি স্মারকলিপি প্রদান করি। কিন্তু সেখানেও কোন প্রতিকার না পেয়ে গত ৩/১১/২২ খ্রিস্টাব্দে গাজীপুরের বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতে একটি মোকদ্দমা (নং ৩৬৭/২২) করি। বিজ্ঞ আদালত তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। আগামী ২৯/১১/২২ খ্রিস্টাব্দে নোটিসের জবাব দিবে বলে আদালতের কাছে সময় চেয়েছেন। কিন্তু আদালতে বিষয়টি নিষ্পতি না হওয়া পর্যন্ত তারা কিভাবে আগামী শনিবার (১২/১১/২২খ্রি:) অভিষেক অনুষ্ঠান করবে তা আমাদের বোধগম্য নয়। এমতাবস্থায় বিরোধপূর্ণ এ বিষয়টি সুষ্ঠ সমাধানের জন্য আমরা গাজীপুর জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।