বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি: ” আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ” নরসিংদীর জেলার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে ২২ জন দুস্থ্য পরিবারের মাঝে সেলাই মেশিন ও জলাবদ্ধতা নিরসনে ৭০ টি আরসিসি পাইপ, বিভিন্ন স্কুলের ৫৪ বৈদ্যুতিক পাখা, ১৫ জন প্রতিবন্ধি কে হুইলচেয়ার, ৫০টি সড়ক বাতি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্রীয়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৬ জুন, বৃহস্পতিবার দুপুরে ডাংগা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন এর সভাপতিত্বে ডাংগা ইউপি সচিব মোঃ মানিক মিয়ার সঞ্জালনায় উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন এর সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম বাবুল, ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাওছার ভূইয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ হোসেন শেলিম, ডাংগা উচ্চবিদালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ছিদ্দিক নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুস সালাম (মেম্বার) ডাংগা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ বাদল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ নাদিম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ ফরহাদ হোসেন, ২ নং ওয়ার্ড মেম্বার রেজাউল করিম টিটু, ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ আফজাল হোসেন, ৪ নং ওয়ার্ড মেম্বার আবদুল আজিজ লাল মিয়া, ৫ নং ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম রতন, ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ সালাউদ্দিন, ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ বেলায়েত হোসেন, ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ আবুল বাশার ও সংরক্ষিত মহিলা মেম্বার, মোসাম্মৎ রাশিদা বকুল, রাবেয়া ও আমেনা বেগম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডাংগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরের এডিপির বরাদ্ধকৃত সেলাই মেশিন, হুইলচেয়ার, বৈদ্যুতিক পাখা, আর সিসি পাইব, সড়ক বাতি ও ক্রীড়া সামগ্রী ও বিতরণ করা হয়েছে।
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।