নরসিংদী প্রতিনিধি
কাল নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। সেই হিসেবে নির্বাচনের ভোট আয়োজনের শেষ প্রস্তুতি চলছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তা ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। মঙ্গলবার (১৪ই জুন) দুপুর থেকে শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে ইভিএম সহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠানোর কাজ। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এসে বুঝে নিচ্ছেন নিজ নিজ কেন্দ্রের সরঞ্জামাদি। তারপর নির্ধারিত কেন্দ্রে পুলিশ পাহারায় গাড়িতে করে বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা, পুলিশ আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, উপজেলা হলরুম থেকে পাঠানো হচ্ছে ২৯টি কেন্দ্রে সরঞ্জামাদি।
তিনি আরো বলেন, আমাদের প্রস্তুতি ভালো। নির্বাচনী পরিবেশও সন্তোষজনক আছে। আইনশৃঙ্খলা বাহিনী তো নিয়োজিত আছেই। পাশাপাশি অতিরিক্ত হিসেবে র্যাব, বিজিবি, আনসার, পুলিশ, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্স, টহল বাহিনী সবই থাকবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে যদি কোনো রকম ত্রুটি দেখা দেয় এজন্য তিনটি ইউনিয়নে টেকনিক্যাল পারসনদের নিয়ে মোবাইল টিম থাকবে। যখন যেখানে প্রয়োজন হবে তারা তা সমাধান করবেন।
উলেখ্য যে, এ নির্বাচনে মনোহরদী উপজেলার ৩টি ইউনিয়নে ১৭ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৪ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও ৯৯ জন সাধারণ সদস্য প্রার্থী প্রতি›িদ্বতা করছেন। এ ৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা- ৪৪৪৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার-২১৯৪৫ জন ও মহিলা ভোটার – ২২৫৩৮ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা- ২৯টি। তিনটি ইউনিয়নের ২৯টি কেন্দ্রের সব কটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।