মোঃ নজরুল ইসলাম আজহার
বিশেষ প্রতিনিধি
এরা একটি লাশ চায়, আমরা লাশের রাজনীতিতে বিশ্বাসী না। পদ্মাসেতু উদ্বোধনের ঘোষণার কথা শুনে এদের মাথা খারাপ হয়ে গেছে। পদ্মাসেতুর অর্জনকে ভুলুন্ঠিত করতে এরা রাজনীতির মাঠে লাশের রাজনীতি কায়েমের মাধ্যমে আন্দোলন সংগ্রাম করতে নীল নক্সা তৈরি করেছে। শনিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল এসব কথা বলেন।

সম্প্রতি বিএনপি নেতাদের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ বিক্ষোভ মিছিল শহরের রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মহানগর যুবলীগের আহবায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু, আমান উদ্দিন সরকার, ইকবাল হোসেন মাস্টার, আলম পাশা, দেলোয়ার হোসেন বাদল, এবিএম কাসেম প্রমুখ।
সমাবেশে কামরুল আহসান সরকার রাসেল আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি একটি ইস্যু তৈরি করতে চায়। আমরা তাদের যে কোন ইস্যু ও ষড়যন্ত্রের মোকাবেলা করবো। এজন্য গাজীপুর মহানগর যুবলীগ মাঠে নামতে সব সময়ই প্রস্তুত। তাদের সাথে মাঠেই মোকাবেলা করে প্রতিহত করবো এবং দাঁত ভাঙ্গা জবাব দিন।