মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে রেনেসাঁ স্কুল এন্ড কলেজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় মনোহরদী পৌরসভাস্থ লেকসিটিতে প্রতিষ্টানটির কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রেনেসাঁ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহরাব হোসেন ভূঁঞা, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মোল্লা যাদু। এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী অভিভাবকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ইমাম হোসেন রিপন। অনুষ্ঠানে ইফতারের পূর্বে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।