বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। সর্যোদয়ের সাথে সাথে সদর থানা কমপ্লেক্সে তোপধ্বনি ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য প্রদানের মাধ্যমে দিবসের কর্মসুচি শুরু হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাবসহ বিভিন্ন্ রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এ কর্মসুচিতে অংশ গ্রহণ করেন।
সকাল ৮ টায় শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর এখানে শরীর চর্চা ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা ও “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বক্তৃতা করেন পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট ড. আজাদ ফিরোজ টিপু, সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট খান সিদ্দিকুর রহমান, শহীদ পরিবারের সন্তান শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া নিপু প্রমুখ। সন্ধায় শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে স্বাধীনতা কনসার্টে মঞ্চ মাতাবেন খ্যাতিমান কন্ঠ শিল্পি জেমস ও সুমি।