গাজীপুরে ছিনতাই হওয়া গরু-মহিষ বোঝাই ট্রাকসহ ৩ ছিনতাইকারী আটক

মুহাম্মদ আতিকুর রহমান
স্টাফ রিপোর্টার:
গাজীপুরে ৯৯৯-এর কলে ছিনতাই হওয়া গরু-মহিষ বোঝাই একটি ট্রাকসহ ৩ ছিনতাইকারী, ট্রাকচালক, হেলপারকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
১১ মার্চ শুক্রবার রাত পৌনে ৩টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পশ্চিম চন্দ্রা এলাকা থেকে ১৩টি গরু, ২টি মহিষসহ ছিনতাই হওয়া ওই ট্রাক আটক করে সালনা হাইওয়ে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক সোয়া ২টার সময় সালনা হাইওয়ে থানা পুলিশ বেতার যন্ত্র ও ৯৯৯ এর মাধ্যমে জানতে পারেন, মহাসড়ক হতে একটি গরু বোঝাই ট্রাক ছিনতাই করে ছিনতাইকারীরা ট্রাকটি নিয়ে চন্দ্রা বা ঢাকার দিকে আসতেছে। তাৎক্ষনিক সালনা হাইওয়ে থানার রাত্রীকালিন টহল ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মোহাম্মদ আশরাফুল হক সংগীয় ফোর্সের সহায়তায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পশ্চিম চন্দ্রা এলাকার ফনফিডেন্ট সিএনজি পাম্পের বিপরীত পাশে ঢাকাগামী লেনে চেকপোষ্ট বসিয়ে প্রকৃত মালিক কুষ্টিয়া জেলার সদর থানার বোরাইতলার মৃত আব্দুল কাদের মোল্ল¬ার ছেলে মতিয়ার রহমান (৪৫) এর শনাক্তমতে ট্রাকে থাকা ১৩টি গরু ও ২টি মহিষ বোঝাই ট্রাকসহ (নং ঢাকা মেট্রো ট ১৩-৩৯৩৯) তিন ছিনতাইকারী, ট্রাকচালক ও হেলপারকে আটক করে।
আটকৃতরা হলো- কক্সবাজার জেলার উখিয়া থানার পূর্ব দরকাবিলের মৃত আঃ হাকিমের ছেলে নুর মোহাম্মদ (৫৫), কক্সবাজার জেলার উখিয়া থানার পূর্ব দরকাবিলের মেহের আলীর ছেলে আব্দুল¬াহ (১৮), কুষ্টিয়া জেলার সদর থানার খাজানগরের হাসেম মোল্লার ছেলে হাসান মোল্ল¬া (৩৮), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগরের আঃ জলিলের ছেলে ট্রাকচালক আরিফুল ইসলাম (৪৫), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মাইজদিয়া মুন্সিপাড়ার জয়নালের ছেলে হেলপার রাকিবুল (১৮)।
পরে কালিয়াকৈর থানা পুলিশের নিকট ১৩টি গরু, ২টি মহিষ বোঝাই ট্রাক এবং আটককৃত লোকদের হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫