বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পুলিশ সুপারের ব্যবস্থাপনায় মঞ্চায়িত হলো বাংলাদেশ পুলিশ নাট্যদল প্রযোজিত নাটক ‘অভিশপ্ত আগস্ট’ নামে একটি নাটক। বুধবার সন্ধায় জেলা সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে এ নাটকটি মঞ্চায়িত হয়।
এ নাটকের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরিকল্পনা এবং হত্যাকান্ড কি ভাবে ঘটানো হয়েছিল তা তুলে ধরা হয়। বাংলদেশ পুলিশের বিভিন্ন জেলায় কর্মরত ৩০ জন কর্মকর্তা/ কর্মচারী এ নাটকে অভিনয় করেন। এ নাটকের পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনের দায়ীত্ব পালন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম। নাট্যকার ও নির্দেশকের দায়ীত্ব পালন করেন নারায়নগঞ্জ জেলার পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান। নাটক দেখতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময়, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দিনসহ বিভিন্ন শ্রেনীপেশার জনতা। বাগেরহাটে মঞ্চায়নের মধ্য দিয়ে এ নাটকের ৬৯তম মঞ্চায়ন সম্পন্ন হলে।