স্টাফ রিপোর্টার
গাজীপুর: বিএনএস গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান এর মুক্তির দাবিতে গাজীপুরে ন্যাশনাল কেমিক্যাল ম্যানু: কোং লি: এবং এবিকো ইন্ডাষ্ট্রিজ লি: এর শ্রমিকরা বিক্ষোভ মানববন্ধন করেছে। সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কুনিয়া বড়বাড়ী এবং চান্দনা চৌরাস্তার টেকনগপাড়া এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় কয়েকশ শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইনাচর্জ সিদ্দিকুর রহমান, কর্মকর্তা মনিরুল ইসলাম, মহিউদ্দিন, শ্রমিক নেতা মাহফুজুর রহমান, রাসেল মিয়া, আব্দুল আলী প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, আমির ফুড নামীয় একটি প্রতিষ্ঠানের নামে রপ্তানীর বিপরীতে সরকারী প্রণোদনার অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের মার্চের ৪ তারিখে বনানী থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার প্রধান আসামীর ব্যাংক একাউন্টে বিএনএস গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান এমএনএইচ বুলুকে নমিনী দেখিয়ে ৩নং আসামী করা হয়। পরে তাকে গত বছরের ১৬ নভেম্বর গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এবিষয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি: দালিলিক কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেন ওই ব্যাংক একাউন্টে বিএনএস গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান এমএনএইচ বুলুর স্বাক্ষর ছাড়া এবং তাকে না জানিয়ে নমিনী করা হয়েছে। এবিষয়ে ব্যাংক ওই মামলা থেকে এমএনএইচ বুলুকে অব্যাহতি দেয়ার জন্য একটি প্রত্যায়ন পত্র দেন। পরবর্তীতে ঢাকার বিজ্ঞ চিফ মেট্রোপলিটন মেজিষ্ট্রেট আদালত-১ এর বিচারক এমএনএইচ বুলুকে অব্যাহতি প্রদান করে। কিন্তু পরবর্তীতে সিআইডি এবং দুদক ২০২০ সালের ১৩ আগষ্ট এবং ২০২১ সালের ১৫ ডিসেম্বর পুনরায় দুটি মামলা দায়ের করলে ওই মামলায় এমএনএইচ বুলু এখন পর্যন্ত জেল হাজতে রয়েছে। এতে বিএনএস গ্রুপ অব কোম্পানীর বেহাল অবস্থায় সৃষ্টি হওয়ায় সকল শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীরা গত তিন মাস বেতন বকেয়া রয়েছে। এ অবস্থায় কয়েক’শ শ্রমিকের পরিবার অর্থাভাবে কষ্টে দিনাতিপাত করছে। তাই এমএনএইচ বুলুকে মুক্তি দিয়ে প্রতিষ্ঠানসহ হাজারো শ্রমিকের পরিবার নিয়ে বেচে থাকার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।