মো.মনিরুল আলম
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে আদমজীনগর র্যাব-১১ এর এ,এসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিÍতে জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ৩০ জানুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গাউছিয়া গোলাকান্দাইল এলাকা থেকে অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিভিন্ন পরিবহনের ড্রাইভার এবং হেলপারদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার সময় ২ জনকে হাতে-নাতে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো ১। মোঃ আজিজুল হক (২৭) ও ২। মোঃ আল-আমিন (৩৩)। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১,৭৫০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আজিজুল হক কিশোরগঞ্জ জেলার সদর থানার যশোদল গ্রামের মোঃ নুরুল ইসলাম এর ছেলে এবং অপর আসামী মোঃ আল-আমিন একই গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে।
তারা উভয়ই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে এবং উভয়ই পেশাদার চাঁদাবাজ। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গাউসিয়া গোলাকান্দাইল এলাকায় বিভিন্ন পরিবহনের ড্রাইভার এবং হেলপারদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়ি প্রতি দৈনিক ২০০/- টাকা থেকে ৩০০/-টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিলো।
কোন গাড়ির ড্রাইভার/হেলপার চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামীরা তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। তবে উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে এবং আসামীদের আদালতে প্রেরণ করা হয়।