বিল্লাল হোসেন
নরসিংদীঃ করোনাভাইরাস বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে রবিবার পলাশের ঘোড়াশাল-সহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক না পড়ায় ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় করায় একাধিক জনকে অর্থদন্ড দেওয়া হয়।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা।