আন্তর্জাতিক ডেস্ক
তীব্র শীতের মধ্যে অনেক দেশেই শুরু হয়েছে তুষারপাত। এতে বিশ্বের নানা প্রান্তেই ঘটছে দুর্ঘটনা। থাকতে হচ্ছে ঘর বন্দি হয়ে। অনেকে আবার উপভোগও করছেন। তবে রাশিয়ায় ঘটেছে এক বিরল ঘটনা। ১০ বছর বয়সী শিশু বাঁচলো একটি কুকুরকে জড়িয়ে ধরে। কারণ তুষারপাতের কবলে আটকা পড়ার পর নিজেকে উষ্ণ রাখতে পুরো এক রাত সে কুকুরটির সঙ্গে ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে শিশুটির নাম উল্লেখ করা হয়নি। জানা গেছে, উগলেগর্স্ক শহরের একটি স্কুলে পড়ে সে। তবে ছুটি শেষে স্কুল ত্যাগ করলেও বাড়ি ফিরতে ব্যর্থ হয় শিশুটি। শহরটি পশ্চিম রাশিয়ার সাখালিন দ্বীপে অবস্থিত। সেখানে তীব্র তুষারপাতের মধ্যে ঘণ্টায় ৩৮ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইছিল।