ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হল কালীগঞ্জের পৌষ মেলা

আসাদুজ্জামান নুর
কালীগঞ্জ (গাজীপুর) থেকে: প্রতি বছরের ন্যায় এবারো গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে বসে পৌষ মেলা। গত ১৪ই জানুয়ারি সরকারী নির্দেশনা অমান্য করে চলছিল এ মেলা। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান কালীগঞ্জ থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্ধ করে দেন মনিহারি ও কাঠের মেলা।
এছাড়াও কালীগঞ্জ পৌরসভা ও তুমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণরোধে জনসাধারনকে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৪(২) ধারায় ০৮ (আট) জনকে ৯০০/- (নয়শত) টাকা অর্থদন্ড দেয়া হয়।
পৌষ মেলা বন্ধ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান বলেন, এই সময় থেকে মেলা বন্ধ থাকবে, এ নির্দেশনা অমান্য করে পুনরায় মেলা পরিচালনা করলে মেলা অয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দোকানিরা নিজ দ্বায়িত্বে মালামাল গুছিয়ে চলে যাবে। অন্যথায় দোকানের মালামার সরকারি নিয়ম অনুযায়ী জব্দ করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

Related News

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫