তাওহীদ হোসেন
কাপাসিয়া প্রতিনিধি
গাজীপুর: কাপাসিয়া উপজেলা জুড়ে চলছে লাল মাটির টিলা ও কৃষি জমি কাটার উৎসব। ভূমিদস্যুদের মধ্যে কে কার থেকে বেশি মাটি কাটতে পারে চলছে তার প্রতিযোগিতা। মাটি কেটে করা হচ্ছে ভূমির রকম পরিবর্তন। মাটি বিক্রি করে খনন করা হচ্ছে পুকুর। এ সকল মাটি চলে যাচ্ছে পার্শবতী ইট ভাটা ও বিভিন্ন সিরামিকের কোম্পানিগুলোতে। সিরামিক কোম্পানিতে লাল মাটির চাহিদা থাকায় দিন দিন হারিয়ে যাচ্ছে লাল মাটির টিলাগুল। লাল মাটির টিলা কাটতে গিয়ে কেটে ফেলা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ।ফলে পরিবেশের ভাসাম্য নষ্ট হচ্ছে। লাল মাটির টিলা কাটা রোধে প্রশাসন কঠোর পদক্ষেপ না নেয়ার ফলে রোধ করা যাচ্ছেনা ভূমিদস্যুদের। অন্য দিকে টলি দিয়ে মাটি পরিবহনের সময় টলি থেকে পড়া মাটি সড়কে ধুলির সৃষ্টি করছে।দেখা দিচ্ছে শ্বাসকষ্টসহ ভিবিন্ন রোগ।
Write to Nazrul Islam