স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গীতে এক বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ল্যাপটপ ও ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কেরাণীটেক বস্তি এলাকার আব্দুস সাত্তারের পুত্র সবুজ (৩৪), ব্যাংক মাঠ বস্তির বাচ্চু মিয়ার পুত্র সোহেল ওরফে লাল মিয়া (২২) ও জিএমপি মরকুন পশ্চিমপাড়া এলাকার জাহিদুলের পুত্র স্বাধীন (২২)।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশ।
জানা যায়, গত ২৫ অক্টোবর (রবিবার) ভোরে বায়ো ফার্মা লিমিটেডের বিক্রয় প্রতিনিধি মো: ঈসমাইল হোসেন তার নিজ কর্মস্থলে যাওয়ার পথে নতুন বাজার এলাকার স্টেশন রোডে পৌঁছালে চার জন সদস্যের একটি ছিনতাই কারী দল তাকে অতর্কিত ছুরিকাঘাত করে। এসময় ঈসমাইলের সাথে থাকা কাপড়ের ব্যাগ, একটি ল্যাপটপ ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ছিনতাই কাজে ব্যবহৃত সুইচ গিয়ার জব্দ করা হয়েছে এবং ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। চার ছিনতাইকারীর মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আরেক ছিনতাইকারী রাজু (৩০) কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।