ইইউতে প্রবেশের খসড়া তালিকায় আপাতত বাংলাদেশ নেই

বাংলাভূমি ডেস্ক ॥
কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ১ জুলাই থেকে খোলার পর ২৭ দেশের এই ব্লকে প্রবেশের সুযোগ দিতে দেশগুলোর যে খসড়া তালিকা করা হয়েছে তাতে বাংলাদেশ নেই।

তবে ওই তালিকায় মহামারী মোকাবিলায় সফল নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও ভুটানের পাশাপাশি প্রতিবেশী ভারত ও চীনের জায়গা হয়েছে।

খসড়া তালিকায় থাকা ৫৪টি দেশের নাগরিকরা আগামী সপ্তাহ থেকে ইউরোপে প্রবেশ করতে পারবেন বলে ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ভ্রমণ নিষেধাজ্ঞা ও প্রবেশাধিকারের সুযোগের দুটি ভিন্ন তালিকা চূড়ান্ত করতে গত সপ্তাহে বৈঠকে বসেছিলেন ইইউ কর্মকর্তারা।

ব্যাপক বিতর্কের পর কোন কোন দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ হবে তা নিয়ে সমাঝোতায় পৌঁছাতে পারেননি তারা। কিন্তু মহামারী পরিস্থিতি ভালো এমন দেশগুলোর একটি খসড়া তালিকার বিষয়ে ঐকমত্য হয়েছে।

তবে খসড়া তালিকা দুই সপ্তাহে একবার মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে ইউউ, যার ফলে প্রবেশাধিকার পাওয়া দেশগুলোর সংখ্যা উঠানামা করবে।

ইউরোনিউজ বলছে, প্রবেশ নিষেধাজ্ঞার তালিকা নিয়ে সমঝোতা না হলেও ব্রাজিল, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নাগরিকদের এখনই ইউরোপে প্রবেশের অনুমতি না দেওয়ার বিষয়ে সবাই একমত।

যদি ওই দেশগুলোর মহামারির পরিস্থিতির উন্নতি ঘটে তাহলে পরবর্তীতে তাদের অনুমতি দেওয়া হতে পারে।

ইইউ দেশগুলোতে প্রবেশের খসড়া তালিকায় রয়েছে- আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্ডোরা, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া, বাহামা, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, কানাডা, চীন, কোস্টারিকা, কিউবা, উত্তর কোরিয়া, ডোমিনিকা, মিশর, ইথিওপিয়া, জর্জিয়া, গায়ানা, ভারত, ইন্দোনেশিয়া, জ্যামাইকা, জাপান, কাজাখস্তান, কসোভো, লেবানন, মরিশাস, মোনাকো, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, মোজাম্বিক, মায়ানমার, নামিবিয়া, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, পালাউ, প্যারাগুয়ে, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, তাজিকিস্তান, থাইল্যান্ড, তিউনিশিয়া, তুরস্ক, তুর্কমেনিয়া, উগান্ডা, ইউক্রেন, উরুগুয়ে, উজবেকিস্তান, ভ্যাটিকান সিটি, ভেনেজুয়েলা, ভিয়েতনাম ও জাম্বিয়া।

ইইউ কমিশনের মুখপাত্র এরিক ম্যামার বৃহস্পতিবার বলেন, কোন কোন দেশ থেকে যাত্রী প্রবেশ নিরাপদ হবে তার জন্য দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থার মানদণ্ডের উপর নির্ভর করে ইউরোপীয় ইউনিয়ন একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া চালু করেছে।

গত ১১ জুন ইউরোপীয় দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত যোগাযোগ ফের চালুর বিষয়ে ইইউ কমিশনের সভায় এই জোটভুক্ত ২৭ দেশের নাগরিকদের আগের মতো ভিসামুক্ত যাতায়াত সুবিধা দিতে সুপারিশ করা হয়।

১ জুলাই থেকে অন্য দেশগুলোর জন্যও সীমিত পরিসরে সীমান্ত খোলার কথাও বলা হয় ওই সুপারিশে।

তাতে বলা হয়, সেসব দেশে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, সংক্রমণের গতিবিধি, স্বাস্থ্য পরীক্ষা, সংক্রমণের গতিবিধি অনুসরণ করে আক্রান্তদের খুঁজে বের করা, ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণ, আক্রান্তদের চিকিৎসা ও প্রকৃত আক্রান্তের সংখ্যা প্রতিবেদনে আসছে কিনা এসবের ওপর ওই দেশের মহামারি পরিস্থিতি কেমন তা বিবেচনা করা হবে।

শেয়ার করুন

Related News

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫