স্পোর্টস ডেস্ক ॥
খেলোয়াড়ি জীবনের প্রায় শেষদিকে পৌঁছে গেছেন ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অনেকের মতে, আর হয়তো জাতীয় দলে সুযোগ পাবেন না এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে ধোনি নিজে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইচ্ছা রাখেন।
ক্যারিয়ারের এ পর্যায়ে এসে পেছন ফিরে তাকালে ধোনি দেখতে পাবেন সাফল্য মোড়া দেড় দশকের গল্প। যার শুরুটা ২০০৭ সালের বিশ্ব টি-টোয়েন্টি জয়ের মাধ্যমে। এরপর তার অধীনে ওয়ানডে বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং টেস্টের শীর্ষস্থানও অর্জন করেছে ভারত।
অর্থাৎ দলীয় সাফল্যের সবকিছুই অর্জন করেছেন ধোনি। কম যাননি ব্যক্তিগত ক্যারিয়ারেও। আইসিসি ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষস্থানে ছিলেন কিছুদিন। ওয়ানডেতে করেছেন ১১ হাজারের কাছাকাছি রান, টেস্টে প্রায় ৫ হাজার এবং টি-টোয়েন্টিতে প্রায় ১৭০০ রান।
সবমিলিয়ে ক্যারিয়ারে আক্ষেপের জায়গা খুব একটা নেই ধোনির। তবে সাবেক সতীর্থ গৌতম গম্ভীরের মন্তব্যের পর হয়তো নতুন ভাবনার চিন্তা আসতেই পারে ধোনির মাথায়। গম্ভীর মনে করে, ধোনি যদি অধিনায়ক না হতেন, তাহলে ব্যাটসম্যান হিসেবে অনেক রেকর্ড, অনেক কীর্তি গড়তে পারতেন।
স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড অনুষ্ঠানে গম্ভীর বলেন, ‘হয়তো বিশ্ব ক্রিকেট একটা জিনিস মিস করেছে। সেটা হলো এমএস ধোনি ভারতের অধিনায়কত্ব করেছে এবং তিন নম্বরে ব্যাটিং করেনি। যদি সে তিন নম্বরে ব্যাটিং করতো, তাহলে পুরো বিশ্ব ভিন্ন এক খেলোয়াড়কে দেখত।’
ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করেই কাটিয়ে দিয়েছেন ধোনি। সাড়ে তিনশ ওয়ানডের ক্যারিয়ারে মাত্র ১৬ ম্যাচ তিনি নেমেছেন তিন নম্বরে। সেসব ম্যাচে ৮২ গড়ে করেছেন ৯৯৩ রান। কিন্তু কখনও সে অর্থে নিয়মিত টপঅর্ডারে খেলেননি ধোনি।
তিনি নিয়মিত তিন নম্বরে খেললে অনেক রেকর্ড গড়তে পারতেন জানিয়ে গম্ভীর বলেন, ‘খুব সম্ভবত সে আরও অনেক রান করতে পারত, অনেক রেকর্ড গড়তে পারত। রেকর্ডের কথা বাদ দিন, রেকর্ড তো ভাঙার জন্যই গড়া হয়। সে যদি অধিনায়কত্ব না করে তিন নম্বরে ব্যাটিং করত, তাহলে বিশ্বের চমকপ্রদ এক ব্যাটসম্যান হতো।’