বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি \
নরসিংদী: করোনা ভাইরাস প্রতিরোধে অবহেলিত বেদে পরিবার ক্ষুদার কষ্ট নিয়ে রাতে ঘুমিয়ে পড়েন। এ দুর্দিনে তাদের মাঝে পৌছেনি কোন খাদ্য সামগ্রী। এমন পরিস্থিতি হঠাৎ বেদে পল্লীর দরজায় কড়া নাড়িয়ে হাজির হলেন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঘোড়াশাল পৌর এলাকার শীতলক্ষ্যা নদীর পাড়ে ১৫০টি বেদে পরিবারের নৌকা ও ঘরে চাল, ডাল, আলু, তেল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌরমেয়র। এসময় এক অভূতপূর্ব আনন্দঘন পরিবেশ তৈরি হয়। বেদে পল্লীর পরিবারের সদস্যরা আনন্দে আপ্লুত হয়ে যায়। খাদ্য সামগ্রী হাতে পেয়ে বেদে আনোয়ারা বেগম বলেন, করোনার কারণে গত ২০দিন ধরে কোন কাজ নেই, ঘরে যে খাবার ছিলো তাও শেষ হয়ে গিয়েছিলো।খুব চিন্তায় পড়ে গিয়ে ছিলাম বাচ্চাদের নিয়ে। ঠিক এমন সময়ই মেয়র সাহেব রাতে দরজায় খাদ্য সামগ্রী নিয়ে আসলো।
এসময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাৎ, কাউন্সিলর শহিদুল ইসলাম রুমেল, সুরাইয়া মফিজ, সাবেক কাউন্সিলর শরিফ আহমেদ প্রমুখ।
পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে বসে থাকায় অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন এখানকার বেদে পরিবারগুলো। সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে ঘরমুখো রাখতে ঘোড়াশাল পৌর সভার পক্ষ থেকে বেদে পরিবারসহ হতদরিদ্র দিনমজুর মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। আমার পৌর এলাকায় একটি মানুষও যেন না খেয়ে থাকে সেই জন্য এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।