স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: অধিক মুনাফার আশায় অবৈধভাবে মেয়াদ বাড়িয়ে বিক্রির উদ্যেশ্যে পণ্য সামগ্রী মজুদ রেখে কৃত্তিম সংকট তৈরির দায়ে টঙ্গীতে এসিআই কনজ্যুমার ওয়্যারহাউজের ২টি গোডাউনকে ১০লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার টঙ্গী পূর্ব থানাধীন কাজী মার্কেটের কাজী এন্টারপ্রাইজ এন্ড কোং এর স্বত্ত্বাধিকারী মোঃ ফয়সাল আহমেদ ওরফে সজীব কে মোবাইল কোর্ট মামলা নং-৪২/২০২০ এবং ৪৩/২০২০ মোতাবেক সর্বমোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
পণ্যগুলোর মধ্যে রয়েছে- এসিআই এ্যারোসল, এয়ার ফ্রেসনার, সাবান, কয়েল, হারপিক সহ বিভিন্ন পণ্য। পণ্যগুলোর আনুমানিক বাজার মূল্য ০২কোটি টাকা হতে পারে।
গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এবং র্যাব সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব।