এখনই পুরো দেশ লকডাউন করা দরকার : মান্না

বাংলাভূমি ডেস্ক ॥
করোনা পরিস্থিতি সামাল দিতে এখনই পুরো দেশ লকডাউন করা দরকার বলে মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার অনলাইন প্রেস কনফারেন্সে এ মত দেন তিনি। পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় কিছু পরামর্শ তুলে ধরেন তিনি।

মান্না বলেন, ‘জানুয়ারি থেকে এই পর্যন্ত সাড়ে ছয় লাখ মানুষ বিদেশ থেকে এসেছে। এর মধ্যে মার্চ মাসের প্রথম ২০ দিনে এসেছে ২ লাখ ৯৩ হাজার। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এসেছেন করোনা আক্রান্ত দেশগুলো থেকে। গতকাল পর্যন্ত কোয়ারেন্টাইনে গেছেন মাত্র ১৭ হাজার ৭৯০ জন। যারা কোয়ারেন্টাইনে আছেন, তারাও সঠিকভাবে কোয়ারেন্টাইন মানছেন না।’

তিনি বলেন, ‘বিদেশ থেকে দেশে আসার সময় সঠিক ঠিকানা দেননি অনেকেই। ফলে পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। এই মানুষগুলো বিধিনিষেধ না মেনে ঘোরাঘুরি করে মানুষের মধ্যে করোনা ছড়িয়ে দিয়েছে। ফলে পরিস্থিতি একটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে, তা বলাই যায়।’

‘সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। অনুমিতভাবেই বহু মানুষ বাস, ট্রেনে চড়ে ঢাকা ছেড়ে যাবে। এ ঘটনায় খুব খারাপভাবেই করোনার বিস্তৃতি ঘটাবে। পরিস্থিতি বিবেচনা করে এখনই সারাদেশ লকডাউন করে দেয়া উচিত। কেবলমাত্র লকডাউনই পারে মরণঘাতী এই করোনাভাইরাস বিস্তার রোধ করতে’ বলেন মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘গতকাল পর্যন্ত ভারতের ১৯ রাজ্য ও ৮৫টি শহর লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন ইরান এবং ইতালিতে করোনাভাইরাস এতো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তার কারণ তারা সবকিছু দেরিতে বুঝেছে, লকডাউন করেনি এবং ব্যবস্থা নেয়নি।’

মান্না বলেন, ‘হ্যাঁ, আমি এটা বুঝি, বাংলাদেশের মতো দেশে সর্বত্রই লকডাউন করলে সমাজে নিম্ন আয়ের যেসব মানুষ অনানুষ্ঠানিক খাতে শ্রমিক হিসেবে কর্মরত এবং দিন আনে দিন খেয়ে জীবনযাপন করে তারা বিপর্যয়ের মধ্যে পড়বে। যারা উবার চালান, তারা এরইমধ্যে প্রায় বিধ্বস্ত হয়ে গেছেন। অনেকেই আছেন, তাদেরকে প্রতি সপ্তাহে কিস্তি শোধ করতে হয়। এখন তারা কী করবেন?’

তিনি বলেন, ‘দেশ লকডাউন করলে এরা যে কোনো মূল্যে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করবে। এদের ঘরে আটকে রাখা সম্ভব হবে না। ফলে তারা নানাভাবে করোনা ছড়িয়ে দেবেন। তাই লকডাউনের সময় এ মানুষগুলোর জন্য ন্যূনতম খাবারের ব্যবস্থা করলে এদের নিশ্চিন্ত জীবন নিশ্চিত হবে এবং করোনাভাইরাস বিস্তাররোধে মুখ্য ভূমিকা পালন করবে।’

বেশ কয়েকটি দেশ ও রাজ্যের উদাহরণ টেনে মান্না বলেন, ‘লকডাউনের পর নাগরিকদের সব দায়িত্ব কীভাবে রাষ্ট্র গ্রহণ করেছে, সেটা চীন, ইতালি, কানাডা বা ইরান থেকে শিক্ষা নেয়ার প্রয়োজন নেই। পাশের পশ্চিমবঙ্গ থেকেই নেয়া যাবে। মাত্র দু’জন করোনা রোগী শনাক্ত হবার পরই সেখানের মুখ্যমন্ত্রী রাজ্য লকডাউন করে দিয়েছেন। ঘোষণা দিয়েছেন আট কোটি মানুষ বিনামূল্যে চাল পাবেন ছয় মাস।’

‘আরেক রাজ্য কেরালা তার সব নাগরিককে বিনামূল্যে খাবার সরবারহের ঘোষণা দিয়েছে। এছাড়া নাগরিকদের জন্য ২০ হাজার কোটি রুপি অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছে। এটা আমরা পারি না? এ রকম একটা প্যাকেজের কথা আমরা বলতে চাই’ বলেন মান্না।

তিনি বলেন, ‘করোনা নিয়ে এখন পর্যন্ত সরকারের লোকজন যেভাবে রাজনীতি করেছে, নিজেদের বক্তব্য উপস্থাপন করেছে তার জবাব দেয়ার মতো মনমানসিকতা আজ আর নেই। কারণ, আজ আমি রাজনীতি করতে আসিনি। একেবারেই মানবতার দিক বিবেচনা করে প্রেস কনফারেন্সে এসেছি।’

দেশ লকডাউনের পর সরকারের করণীয় সম্পর্কে পরামর্শ তুলে ধরে মান্না বলেন, ‘আগামী তিন মাস দারিদ্র্য সীমার নিচে বসবাস করা মানুষদের এবং কম আয়ের মানুষদের চাল-ডাল দিতে হবে। গার্মেন্টস মালিকদের সহজ শর্তে ঋণ দিতে হবে। এনজিওগুলোকে বলতে হবে দরিদ্র্য মানুষের কিস্তি জুন মাস পর্যন্ত যেন মওকুফ করা হয়। নির্দিষ্ট আয়ের মানুষকে আগামী তিন মাস গ্যাস-বিদ্যুতের বিল মওকুফ করতে হবে। যেসব লোক বাড়ি ভাড়া দিতে পারবে না, তাদের বাড়িভাড়া বাবদ বাড়ির মালিককে ভর্তুকি দিতে হবে। এটার জন্য একটা নীতিমালা তৈরি করতে হবে দ্রুত।

‘ডাক্তার ও নার্সদের জন্য পিপিই, হাসপাতালে প্রয়োজনীয় ইকুইপমেন্ট, আইসোলেশন ইউনিট ও আইসিইউ বাড়ানোর ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ নেয়ারও পরামর্শ দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫