বাংলাভূমি ডেস্ক ॥
এম রিয়াজ হামিদুল্লাহকে বর্তমানে নেদারল্যান্ডসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশ সিভিল সার্ভিসের (পররাষ্ট্র) ১৫তম ব্যাচের (১৯৯৫) কর্মকর্তা।
তিনি নয়াদিল্লির বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
অর্থনীতিতে স্নাতকোত্তর রিয়াজ হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়, দক্ষিণ এশীয় ও ইউরোপীয় বিষয়, আঞ্চলিক সহযোগিতা নিয়েও সক্ষমতার সঙ্গে কাজ করেছেন।
তিনি নেদারল্যান্ডসে রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলালের স্থলাভিষিক্ত হচ্ছেন। রাষ্ট্রদূত বেলাল জাতিসংঘের ফ্রেমওয়ার্কের আওতায় পরিচালিত আন্তঃরাষ্ট্রীয় ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট দ্য কমন ফান্ড ফর কমডিটিজ (সিএফসি)’র মহাপরিচালক নির্বাচিত হয়েছেন।
সিএফসির মহাপরিচালক পদে জয়ী হওয়ার ফলে রাষ্ট্রদূত বেলাল এখন লিয়েনে ছুটি নিয়ে সেখানে চারবছর কাজ করবেন।