আব্দুল লতিফ আনসারী
শ্রীপুর প্রতিনিধি ॥
গাজীপুর: শ্রীপুরে শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে কাপাসিয়া ও শ্রীপুর থানা পুলিশ।
শনিবার বেলা ১১টায় উপজেলার লতিফপুর দক্ষিণপাড়া এলাকা সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করা যুবকের নাম মো: রাসেল মিয়া (২৫)। সে একই এলাকার সিরাজ উদ্দিন (শিরু পাগলার) পুত্র।
নিহতের বড় ভাই কাওছার জানান, গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে সে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে এলাকাবাসী নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। সে মানসিক ভারসাম্যহীন ছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।