বাংলাভূমি ডেস্ক ॥
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, আমরা এখন যুদ্ধাবস্থায় রয়েছি। যুদ্ধাবস্থায় থাকলে সব সিস্টেম বজায় রেখে চলা যায় না। আমাদের সবার নিরাপত্তা দরকার আছে, কিন্তু দেশের তাগিদে আমাদের কাজ করতে হয়।
শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তার পেছনে ৩৭ জন লোক দাঁড়িয়ে ছিলেন। সেই বিষয়টি উল্লেখ করে প্রশ্ন করা হলে জবাবে তিনি এমন কথা বলেন।
জাহিদ মালিক বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট দুজনের মৃত্যু হল।
তিনি বলেন, এছাড়াও নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেনন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।