ভালুকা প্রতিনিধি ॥
জাতীয় সংসদের ময়মনসিংহ- ১৫৬ (ভালুকা-১১) আসনের এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে একটি মহল বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও গোপনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় সর্বত্র প্রতিবাদের ঝড় উঠেছে। মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক ও কিংবদন্তি মেজর আফসার উদ্দিন আহম্মেদ-এর পরিবারকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধের আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধরা। অন্যথায় ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে।
সূত্র মতে, ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা এমপির ২য় স্ত্রীর গ্রেফতারী পরোয়ানা থাকার কথা বলে অপপ্রচার মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
উক্ত ঘটনা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, আম জনতা, পেশাজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিক্ষুব্ধরা জানান, একটি মহল ভালুকার বর্তমান উন্নয়ন কর্মকাণ্ড ও এমপির গ্রহণযোগ্যতা এবং পারিবারিক ঐতিহ্যে ঈর্ষান্বিত হয়ে একের পর এক মনগড়া ঘটনা সাজিয়ে ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে।
জানা যায়, ময়মনসিংহের ভালুকা আসনের এমপির ২য় স্ত্রী ব্যারিস্টার জেসমীন এরশাদ পুতুলের সাথে যুক্তরাজ্য প্রবাসী ভাইয়ের সম্পদ নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ, মামলা পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে ভাই-বোনের মধ্যে।
সে ঘটনাকে পুজিঁ করে বিশেষ একটি মহল এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে বেকায়দায় ফেলতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
ওই ষড়যন্ত্রকারীরা হাত মিলায় প্রবাসী এসএএম খালেদ ইবনে এরশাদের সাথে।