বাংলাভূমি ডেস্ক ॥
প্রায় প্রতি বছরই মার্চ থেকে তাপদাহ শুরু হয়। দেশে বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শনিবার (১৪ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ ও সীতাকুণ্ডে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
শনিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৩ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এ দিকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।