স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকবে না। কাপুরুষ অনেক বার মরে আর বীর মরে একবার। অতএব ইতিহাসের পাতায় অমর হয়ে থাকার জন্য জাতীয়তাবাদি চেতনা সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। কাপুরুষের মত মরে কোন লাভ নেই। এই দেশটি কারো নিজের নয়, এই দেশটি সকল স্তরের মানুষের ত্যাগ রয়েছে। অতএব কোন গোষ্ঠি, কোন দল একা দাবি করলে ইতিহাসের পাতায় যেমনি যারা আস্থাকুরে নিক্ষিপ্ত হয়েছে আপনাদের অবস্থা তথা তাই হবে বলে মনে করি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুর মহানগর বিএনপি উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধার হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।
গাজীপুর মহানগর বিএনপি’র সহ-সভাপতি আফজাল হোসেন কায়সারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো: সোহরাব উদ্দিন, সহ-সভাপতি ড. শহিদউজ্জামান, এ্যাড. সিদ্দিকুর রহমান, আনোয়ারুল ইসলাম, ড. সিরাজুল হক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ বাচ্চু, আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সরকার, হুমায়ূন কবীর রাজু, গাছা থানা বিএনপি’র সাধারণ সম্পদক ফারুক হোসেন খান, কোনাবাড়ি থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন, স্বেচ্ছাসেবক দলের মহানগরের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহিন, বিএনপি নেতা সামসুদ্দোহা সরকার তাপস প্রমুখ।
হাসান সরকার আরো বলেন, আমাদের শান্তিপূর্ণ ভাবে সংগ্রাম চলতে থাকবে, চলতে থাকবে, তাওয়া যখন গরম হবে বলে দিতে হবে না, আপনি হাত দিলেই টের পাবেন। তাওয়ায় হাত দিলেই হাত পুরে যাবে। সে সময় আপনাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। নেতা হাসান সরকার নয়, সোহরাব নয়, আমরা প্রত্যেকেই প্রত্যেকের নেতা। আমরা জনতার জন্য লড়তে চাই, মরতে চাই। এই ভাবে বিএনপি’র সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। খারাপ জিনিস দিয়ে কখনো ভাল জিনিস আশা করা যায় না। অতএব নিজেকে শুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য যা প্রয়োজন সে ভাবেই আপনাদেরকে করতে হবে। তাই মৃত্যুর আগে সত্যকে লালন করুন, মিথ্যাকে হৃদয় থেকে ডাস্টবিনে ফেলেদিন অগ্রসর হোন জয় অবিসম্বাদি, বিজয় অবিসম্বাদি এর মধ্যে সন্ধেহের কোন অবকাশ নেই।
তিনি বলেন, দেশ এবং জাতির জন্য ইসলামের জন্য স্বাধীনতার যুদ্ধে মা বাবাকে ছেরে চলে গিয়েছিলাম। আবার ইসলাম এবং কোরআয়ান রক্ষার জন্য গুলি খেয়ে মরতে চাই। আল্লাহকে রাজি-খুশি করার চেষ্টা করুন। এটি রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই রজব মাসে আল্লাহ কাছে যা চাইবেন তাই কবুল হবে ইনশাহ আল্লাহ। পৃথিবীর আনাচে-কানাচে যে ভাবে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। আমি মনে করি সারা পৃথিবীর মুসলমানদের একটি দেহ। এই দেহে যেখানে যে আঘাত করবে সারা মুসলমানের গায়ে সে আঘাত লাগবে।