খায়রুন নাহার বহ্নি
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর: “মুজিববর্ষে অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বীরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১ টায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি রোধকল্পে, আত্মহত্যা, পরকীয়া না করা ইত্যাদি প্রতিরোধের লক্ষ্যে সহ করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়। এসময় পথ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) আব্দুল ওয়ারেস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন।
এ সময় মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, থানার এসআই নিমাই কুমার রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন জানান, মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ -এই শ্লোগান নিয়ে জনগণের দৌড়গড়ায় সেবা পৌছে দেওয়ায় মুজিব বর্ষে আমাদের মূল লক্ষ। সাধারণ মানুষ যেন সব ধরনের সেবা নির্বিঘ্নে পেতে পারে এবং অপরাধ মূলক কাজ প্রতিরোধের লক্ষ্যের এই পথসভার আয়োজন। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে পুলিশ প্রশাসন উপজেলার বিভিন্ন বাজার, স্কুল -কলেজে পথসভার উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিভিন্ন বাজার, স্কুল -কলেজে গিয়ে মুজিব বর্ষেও অঙ্গীকার তুলে ধরে পথসভা করা হচ্ছে। পথসভার এই আয়োজন অব্যাহত থাকবে। এবং থানায় আসার জন্য তৃতীয় কোনো ব্যাক্তি সহযোগিতা লাগে না, পুলিশেই সহযোগিতা করবে।