স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালীগঞ্জ উপজেলায় বাসচাপায় এলকো ফার্মাসিউটিক্যাল নামক ঔষধ কোম্পনীর এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে গাজীপুর-ঢাকা বাইপাস সড়কের নাওটানামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন সরকার (৩০) এর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের বিলচুঙ্গী এলাকায়।
নাওজোর মহাসড়ক থানার পরিদর্শক মো: মশিউর রহমান জানান, রুহুল আমিন ঢাকার উত্তরার ৬নং সেক্টেরে দুলাভাইয়ের বাসায় থাকতেন এবং এলকো ফার্মাসিউটিক্যাল কোম্পনীতে সাভার-নবীনগর এলাকায় বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকুরী করতেন। তার এক ভাগ্নে (মাহতাব) কালীগঞ্জের নাওটানা জামিয়া আফসানিয়া হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। বৃহস্পতিবার সকালে উত্তরা থেকে মোটরসাইকেল নিয়ে ভাগ্নেকে আনতে যাওয়ার পথে গাজীপুর ঢাকা বাইপাস সড়কের উলুখোলা নাওটানা মোড় এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে একইগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রুহুল আমিন মারা যান।