আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের বিরুদ্ধে আবারও রণহুঙ্কার দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেছেন, ‘২০ কোটি পাকিস্তানি নাগরিকের শেষ শিশুটিও তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে। কিভাবে যুদ্ধ করতে হয় আমরা তা আপনাদের দেখাব। আমাদের সামরিক বাহিনী সুসংগঠিত ও যুদ্ধ-অভিজ্ঞ।
আমাদের জনগণ আল্লাহকে ভয় করে, মৃত্যুকে নয়।’ বৃহস্পতিবার পাকিস্তানের আজাদ জম্মু-কাশ্মীরে এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্য ধরে এ হুঙ্কার দেন ইমরান। খবর জিও নিউজের।
সম্প্রতি পাকিস্তানকে কটাক্ষ করে মোদি বলেন, ‘পাকিস্তান আমাদের সঙ্গে তিনটি যুদ্ধে পরাজিত হয়েছে। তাদের পরাজিত করতে আমাদের ১০ থেকে ১২ দিনের বেশি লাগবে না।’