বিনোদন ডেস্ক ॥
মুক্তির অপেক্ষায় রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটি মোট পাঁচটি ভাষায় মুক্তি পাওয়ার কথা। কিন্তু অনেক দিন ধরেই নানা কারণে সিনেমাটির মুক্তি আটকে আছে। আর এই কারণেই এর পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের উপর বেশ বিরক্ত রণবীর কাপুর।
এমন কী এই ছবির মুক্তির তারিখ নিয়ে পরিচালক অয়নের সঙ্গে ঝগরাও করেছেন নায়ক। আর সেই ঝগড়ার ভিডিও এখন ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে অয়নের সঙ্গে তুমুল কথা কাটাকাটি চলছে রণবীর কাপুরের। আর তাদের দুই জনের মাঝে বসে আছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন।
রণবীর কাপুর বলছেন, ‘এই ছবি মুক্তি না পাওয়ায় বাড়িতে বাবা মায়ের কাছে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমার বাড়ির লোকেরা ভাবছে, আমি অভিনয় না করে শুধু ফুটবল খেলে বেড়াচ্ছি আর মেয়েদের পিছনে ঘুরে বেড়াচ্ছি। তাই এবার অন্তত একটি নির্দিষ্ট দিন জানা প্রয়োজন যেদিন সত্যি সত্যিই ব্রহ্মাস্ত্র মুক্তি পাবে।’
রণবীরের পিড়াপিড়িতে ছবির মুক্তির তারিখ ঘোষণা করেন অয়ন। তিনি জানালেন, এই বছরের শেষে ৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। অয়ন রণবীরকে বোঝান ভালো কিছু করতে গেলে সময় লাগে।
শেষে অমতাভ বচ্চনও বলেন, তাহলে সেই কথায় থাকলো আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। পরে অমিতাভ ও আলিয়া ভাট টুইট করেও জানিয়েছেন ছবির মুক্তির তারিখ।