স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: “ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ শিশু জন্মের এক ঘন্টার মধ্যে মায়ের দুধ খাওয়ানো শুরু করুন’’ এ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সিটি কর্পোরেশনের সভা কক্ষে ভিটামিন ’এ’ প্লাস নিয়ে সাংবাদিকবৃন্দের অবহিত করণ সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ রেজাউল বারী, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রহমত উল্লাহ, ডাঃ গাজী আহমদ হাশেম, সিটি কর্পোরেশনের ফুড এন্ড স্যানেটারী ইন্সপেক্টর মলয় কুমার দাস প্রমুখ।
সভায় জানানো হয়, টঙ্গী এবং গাজীপুর দু’টি অঞ্চলে আগামী ২৫ জানুয়ারী শনিবার ৬-১১মাস বয়সী শিশুকে একটি নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২- ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।