স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গত ১০ জানুয়ারি শুক্রবার মহানগরের উত্তর সালনা এলাকায় ৫ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় শিকার হওয়ার অভিযোগ উঠে।
ধর্ষিতা শিশুর বাবা আজ শনিবার গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় মামলা {নং-২৫(০১)২০২০} দায়ের করেন। যার প্রেক্ষিতে ওইদিন দুপুরেই র্যাব-১, পোড়াবাড়ী এর একটি দল মোঃ নূরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে।
জানা যায়, শুক্রবার সকালে ভিকটিম (৫) কে চকলেট দেয়ার লোভ দেখিয়ে একটি দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করে মোঃ নূরুল ইসলাম। পরে ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটিকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখায়। ভিকটিম বিষয়টি পরিবারকে জানালে শিশুর বাবা থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষক মোঃ নূরুল ইসলামকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষণকারীকে থানায় হস্তান্তর অবস্থা প্রক্রিয়াধীন।